October 4, 2024, 12:18 pm

এক বছর পর মডেল হলেন লাক্স তারকা তারিন রহমান

সময় ডেস্ক ॥ পড়াশুনা এবং পারিবারিক কাজে ব্যস্থ থাকায় এক বছর মিডিয়ার কাজ থেকে দূরে ছিলেন লাক্স তারকা তারিন রহমান। একবছর পর আবারো মিডিয়ার কাজে ফিরে ব্যস্থ হয়ে উঠেছেন তিনি। কাজে ফিরেই তারিন নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। জাবি রাসেলের নির্দেশনায় ‘আখতার ফার্নিচার’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারিন। গত ২৫ মে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে কাজ করা প্রসঙ্গে তারিন বলেন, ‘এক বছর পর কাজে ফিরে এতো চমৎকার একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পাবো, ভাবতেই পারিনি। আমার মনের মতো একটি বিজ্ঞাপনে কাজ করলাম। আশাকরি বিজ্ঞাপনটি প্রচারে এলে সবারই ভালো লাগবে।’ আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে কাজে ফিরেই তারিন রহমান সকাল আহমেদের নির্দেশনায় ‘চেনা অচেনা’ নাটকে অভিনয় করেছেন। এটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এতে তার বিপরীতে আছেন নাট্যাভিনেতা আনিসুর রহমান মিলন। এর আগে তারিন রহমান মেরিল, বাংলালিংকসহ আরো বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সম্প্রতি চ্যানেল আইতে শেষ হওয়া রাজীবুল ইসলাম রাজীবের নির্দেশনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘পাতালপুরীর রাজকন্যা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তারিন। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিলো মাতিয়া বানু শুকু ও যুবরাজ খানের নির্দেশনায় ‘প্রজ্ঞা পারমিতা’। তারিন অভিনীত প্রথম একক নাটক ছিলো অপূর্ব’র বিপরীতে ‘ এই নাটকে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। নাটকটি নির্মাণ করেছিলেন আশুতোষ সুজন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.