,

বিপিএল’র তৃতীয় আসর নভেম্বর মাসে

সময় ডেস্ক : এগিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর তৃতীয় আসর। ডিসেম্বরের পরিবর্তে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে, টি টোয়েন্টি এ টুর্নামেন্ট। মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। খেলোয়াড় কিনতে, প্রতিটি দল সর্বোচ্চ ৪ কোটি টাকা খরচ করতে পারবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াবে কবে? ১২ মে বিপিএল গর্ভনিং কাউন্সিল চেয়ারম্যানের ঘোষণার পর হয়েছে একাধিক বৈঠক। সবশেষটি হলো মঙ্গলবার, আফজালুর রহমান সিনহার ব্যক্তিগত কার্যালয়ে। গোপনীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের সাত প্রভাবশালী পরিচালক, প্রধান নির্বাহী এবং হিসাব বিভাগের কর্মকর্তারা। প্রায় আড়াই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে মুখ বন্ধ কমিটি চেয়ারম্যানের। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও জানা গেছে সাত দলের টুর্নামেন্ট ডিসেম্বরের পরিবর্তে শুরু হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রত্যেক দল সাত বিদেশীকে স্কোয়াডে নিতে পারবে। একাদশে খেলাতে পারবে চারজনকে। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ কমাতে মনোযোগী ক্রিকেট বোর্ড। প্রত্যেক দল খরচ করতে পারবে পাঁচ লাখ ডলার। বিদেশীদের জন্য ৫০ হাজার ডলার প্রাথমিক মূল্য ধরা হয়েছে। আর দেশীদের ক্ষেত্রে সর্বনিম্ন দশ থেকে সর্বোচ্চ ত্রিশ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। আর্থিক অনিয়মে আগের ফ্র্যাঞ্চইজি বাতিলের অবস্থানে অনড় থাকার আভাস গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের কথায়। নতুন ফ্র্যাঞ্চাইজি এখনো চূড়ান্ত না হলেও ঢাকার মালিকানায় আগ্রহ বেক্সিমকো গ্রুপের। যদিও গর্ভনিং কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর হবে বোর্ড সভায় অনুমোদনের পর।


     এই বিভাগের আরো খবর