March 25, 2025, 12:18 pm

ফতেহপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত :: হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার : মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামে রাহেলা আক্তার (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী রাহেলার চলাচলের রাস্তা বেড়া দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ইমন মিয়া তালুকদারসহ অন্যান্যরা। এ নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিলো। গতকাল ওই সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে আহত করে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.