,

চুনারুঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব গ্রেফতার

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট : চুনারুঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্তকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শাহ প্রান্ত চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মৃত আঃ কাইয়ুমের পুত্র। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করার জন্য গত ৬ জানুয়ারি চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিকিা বাদি হয়ে চুনারুঘাট থানায় ১৯৭৪ সনের বিশেষ মতা আইনের ১৫ (৩) ধারায় মামলা রুজু হয়। এ মামলায় প্রধান আসামি শাহ প্রান্ত। এ মামলায় এ পর্যন্ত ইতিপূর্বে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.