,

চুনারুঘাট ও মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজ উদ্ধার :: আটক ১

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট ও মাধবপুরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেনের নির্দেশনায় মাধবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের রুবেল মিয়া ও জুয়েল মিয়ার বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা পালিয়ে যায়। পরে তাদের বসত ঘর তল্লাশী করে ১০ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাজাঁসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ০২ মার্চ গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার সংলগ্ন মধ্য ডুলনা গ্রামের সাজল মিয়ার নির্মাণাধীন পাকা ঘরের সামনে থেকে হাপ্টারহাওর এলাকার ইউনুছ মিয়ার পুত্র মোঃ বাচ্চু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাবুল মিয়া নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.