,

চুনারুঘাটে চা শ্রমিক সন্তান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত চা জনগোষ্ঠীর সন্তান সনজু মাল বিষুকে হত্যা মামলার ২ নম্বর আসামি শিপন (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৩ রা মার্চ) ময়মনসিংহের শেরপুর পৌর এলাকায় চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শিপন উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির আমু চা-বাগান চিমটিবিল এলাকার মোহাম্মদ আলীর পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ মামলার ২ নম্বর আসামি শিপনকে ময়মনসিংহের শেরপুর থেকে গ্রেপ্তার করে। প্রধান আসামী রফিককেও ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য যে, গত ২২ ফেব্রুয়ারি রফিক, শিপন নিহত সনজু মাল বিষুর দোকান আমু চিমটিবিল এলাকায় এসে পান-সিগারেট নেয়ার উদ্দেশ্যে দোকানে এসে তার বুক বরাবর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরদিন বিষু চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.