,

২৫ মার্চ গণহত্যা দিবসে লাখাইয়ে আলোচনা সভা

লাখাই প্রতিনিধি : ২৫ মার্চ গনহত্যা দিবস-২০২৪ হবিগঞ্জ লাখাইয়ে পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এর সভাপতিত্বে গতকাল সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন এম.এ, ওয়াহেদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.