,

ঈদের অযুহাতে সিএনজিতে অতিরিক্ত ভাড়া :: যাত্রী নাজেহাল :: প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : ঈদের অযুহাতে বানিয়াচং ও নবীগঞ্জ রোডে সিএনজি অটোরিকশা অতিরিক্ত ভাড়ায় আদায় করছে। শুধু তাই নয়, তাদের হাতে যাত্রীরা নাজেহালও হচ্ছেন। এ বিষয়ে হবিগঞ্জের যাত্রী কল্যাণ সমিতি প্রতিবাদ জানিয়েছে। জানা যায়, ঈদকে ঘিরে ওই দুই রোডে সিএনজি চালকরা বোনাস হিসেবে ১০-১৫ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে। তাদের কথামতো ভাড়া না দিলে যাত্রীদের নাজেহালসহ সিএনজি থেকে নামিয়ে দেয়া হয়। বাধ্য হয়ে অনেক যাত্রীরা তাদের কথামতো ভাড়া দিচ্ছেন। যদিও এর আগে থেকেই ১০ টাকা করে বাড়ানো হয়েছিলো। কিন্তু ইদানিং ঈদের অযুহাতে আরও ১০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে।
গতকাল এ বিষয়ে হবিগঞ্জ যাত্রীকল্যান সমিতির সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সোহেলসহ নেতৃবৃন্দ এর প্রতিবাদ সভা করে নিন্দা জানান। তারা ঈদের শেষে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠিন আন্দোলনে যাবেন বলে জানান।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.