,

মাধবপুরে জয়েন্তিকা ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত নারীর

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেল স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ওই নারীর পরিচয় সনাক্তে কাজ করছি আমরা। বিস্তারিত পরে জানা যাবে।


Comments are closed.

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.