,

কলকাতায় রাজ্জাক

সময় ডেস্ক ॥ দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক এখন কলকাতায়। পরিবার পরিজন নিয়ে বেড়াতে গেছেন তিনি। স্ত্রী লক্ষ্মী, পুত্র সম্রাট, পুত্রবধূ, নাতি-নাতনী নিয়ে সম্পূর্ণ অবকাশ যাপনের পাশাপাশি নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্যই তার এই কলকাতায় যাওয়া। বেশ আগে থেকেই কলকাতা ভ্রমণের পরিকল্পনা করে রেখেছিলেন নায়করাজ। সময় সুযোগ মতো বুধবার উড়াল দিলেন নিজের স্মৃতি বিজড়িত জন্মস্থানে। যাওয়ার আগে মানবজমিনকে নায়করাজ বলেন, শুধু বেড়ানোর জন্যই যাওয়া। আত্মীয়স্বজনদের বাসায় বেড়াবো। স্মৃতি জাগানিয়া জায়গাগুলো নাতি-নাতনিদের নিয়ে ঘুরবো। ছোটবেলার বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো। প্রায় দশ দিন কলকাতায় থাকবো। নায়করাজ রাজ্জাক বলেন, কলকাতা যখন যাচ্ছি তখন শরীরের রুটিন চেকআপটাও করিয়ে আসবো। তিনি বলেন, আমার শরীরটা এখন অনেক ভাল। তবে মনটা বেশ খারাপ চাষী চলে যাওয়ায়। চাষী নজরুল ইসলাম আর আমি ঘনিষ্ঠ বন্ধু। অনেক সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আমাদের অনেক স্মৃতি। ওর মৃত্যু আমার বুকটা ভারি করে দিয়েছে। দেখি কলকাতায় গিয়ে সবার সঙ্গে মিলেমিশে তা হালকা করতে পারি কিনা। নায়করাজ রাজ্জাক বলেন, বুকটা হয়তো কিছুটা হালকা হবে, তবে চাষীকে আমি কোনদিনও ভুলতে পারবো না। চাষী নজরুল ইসলাম ভুলে যাওয়ার মতো মানুষ নন।


     এই বিভাগের আরো খবর