,

বাহুবলে জন্ম নিবন্ধন সনদ সংশোধনে চরম ভোগান্তি

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সংশোধনী কাজে জনগণের ভোগান্তির শেষ নেই। দীর্ঘদিন ধরেই এ ভোগান্তি চলছে। নিয়মানুযায়ী জন্ম নিবন্ধন সংশোধনীর আবেদন স্ব স্ব ইউপি কার্যালয় হয়ে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর হতে অনুমোদনের পর স্ব স্ব ইউপি কার্যালয় হতে সনদ দেয়া হয়। কিন্ত গত মাস খানেক যাবৎ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে অনুমোদন হচ্ছে না।
কারণ হিসেবে ইউএনও অফিস সূত্রে জানা যায়, ইউএনও অফিস এখনও জেলা প্রশাসকের কার্যালয় (ডিডিএলজি) হতে আইডি পায়নি, যে কারণে অনুমোদন দেয়া যা্চ্েছ না। কবে আইডি পাওয়া যাবে তাও বলতে পারছে না ইউএনও অফিসের সংশ্লিষ্টরা। এ নিয়ে ভোগান্তিতে পড়ছেন উপজেলার স্নানঘাট, পুটিজুরী, সাতকাপন, বাহুবল সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়নের শতশত মানুষ। নিবন্ধন সংশোধনের অভাবে কেউ কেউ চাকরির আবেদন, পাসপোর্ট, ব্যাংক একাউন্ট, ছাত্রছাত্রীর ভর্তি এমনকি সন্তানদের নতুন নিবন্ধনও করতে পারছে না। দ্রুত এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগীরা।


     এই বিভাগের আরো খবর