,

নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহবান

নিজস্ব প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে আসার আহবান জানিয়েছে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ শহরের গোল্ডন প্লাজা¯’ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ আহবান জানান বক্তারা।
আলোচনা সভায় নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মুর্শেদ আহমদ, সৌদি আরব মক্কা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল খান, উপজেলা বিএনপির সদস্য ফুলকাছ মিয়া, মির্জা আলী আজম হায়দার খাদিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সদস্য সাইফুর রহমান মালিক, কামরুজ্জামান, কওছর আহমদ, এনাম আহমেদ, উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি সাহেব আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, সহসভাপতি আহম্মদ ঠাকুর, অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট আবুল ফজল, কাপ্তান মিয়া, শাহেদুল ইসলাম রিপন, অলিউর রহমান অলি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, শাহিন তালুকদার, কাওছার আহমেদ, আবুল খায়ের কায়েদ, মাওলানা শোয়েব, লুৎফুর রহমান, মাহবুব আহমেদ মশাহিদ, জানার আহমদ, শাহ আলী আমজাদ, মইনুল ইসলাম বাচ্চু, ময়না মিয়া, হাফিজুর রহমান, বাছিতুর রহমান, আলেক মিয়া, এনাম উদ্দিন, ফিরোজ মিয়া, ইসলাম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম শাহ রুহেল, যুবদল নেতা আল আমিন, শামীম আহমদ, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হোসাইন তালুকদার, ছাত্রদল নেতা হাবিব চৌধুরী প্রমুখ। উক্ত সভায় বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া বলেন-বর্তমান সরকারের অধিনে জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তারা দ্রুত প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে আসার আহবান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর