,

সকল জল্পনা-কল্পনার অবসানের পর নবীগঞ্জ-বাহুবল আসনে নৌকার মাঝি মিলাদ গাজী

মতিউর রহমান মুনা :: সকল জল্পনা-কল্পনার অবসানের পর অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী। তিনি গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত পত্রে চুড়ান্ত প্রার্থী হিসাবে এ আসনের মনোনয়ন পাওয়ার চিঠি পেয়েছেন। মিলাদ গাজী আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক নেতা সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র। প্রসঙ্গত, বিগত ২০১৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন। ঐক্যবদ্ধ নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ এ আসন ছেড়ে দিয়েছিল জাতীয় পার্টিকে। দলীয় সিদ্ধান্তের কারণে মিলাদ গাজী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে বিনা প্রতিদ্ব›িদ্বতায় তখন নির্বাচিত হন জাপা নেতা যুক্তরাজ্য প্রবাসী মুনিম চৌধুরী বাবু। মনোনয়ন পেয়ে মিলাদ গাজী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছেন। আমার এলাকার প্রিয় নেতাকর্মী ও জনগণের দোয়া-আশীর্বাদ এবং ভালোবাসা ও শুভ কামনার ফসল আওয়ামী লীগের এই মনোনয়ন। সে জন্য জননেত্রী শেখ হাসিনা ও দলের মনোনয়ন বোর্ডের সবার কাছে আমি চির কৃতজ্ঞ।’ তিনি আরো বলেন, ‘আমার রাজনৈতিক ভিশন হচ্ছে নির্বাচনী এলাকার গণমানুষের ন্যায়সঙ্গত দাবি আদায় ও তাদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রাখা। নির্বাচনী এলাকার জনসাধারণের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা।’
এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী। এদের মধ্যে জোর লবিংয়ে ছিলেন শাহ নেওয়াজ মিলাদ গাজী ও এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।  শেষপর্যায়ে মনোনয়ন পেয়ে চমক দেখালেন শাহ নেওয়াজ মিলাদ গাজী। অপর দিকে এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে আতিকুর রহমান আতিক মনোনয়ন পেয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।


     এই বিভাগের আরো খবর