,

খোয়াই প্রতিরক্ষা বাঁধে আরো ৩ হাজার জিও ব্যাগ দেয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের কামড়াপুরে আরো ৩০ মিটার ঝুকিপুর্ণ অংশে জিও ব্যাগ বিছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ কামড়াপুর খোয়াই প্রতিরা ঝুকিপুর্ণ বাঁধের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এ সিদ্ধান্তের কথা জানান। এর পূর্বে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ পানি উন্নয়ন বোর্ডের উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে যোগযোগ করে কামড়াপুর থেকে চৌধুরী বাজার পর্যন্ত ১৪০ মিটার ঝুকিপুর্ণ বাঁধ সংস্কারের বরাদ্দ আনেন। এতে মোট ১১ হাজার জিও ব্যাগ বিছানো হয়। নতুন ৩০ মিটারে আরো ৩ হাজার জিও ব্যাগ বিছানো হবে। তিনি বলেন, দু’এক দিনের মধ্যেই নতুন ৩০ মিটার সংস্কার কাজ শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, এ বিষয়ে নতুন বরাদ্দের জন্য পানি উন্নয়ন বোর্ডের উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসক আকস্মিক বাঁধ পরিদর্শনে যান। পরে তিনি গরু বাজার এলাকায় খোয়াই নদীর বাঁধের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী কার্যক্রম পরিদর্শন করেন। জেলা প্রশাসক জানান, শহর প্রতিরা বাঁধ সংস্কার ও এর রণাবেণে তিনি সহ জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছেন। তিনি বলেন, বাঁধ সংস্কারের পর নতুন করে যাতে আর অবৈধ স্থাপনা গড়ে না উঠে সে জন্য স্থানীয়দের আরো সচেতন হতে হবে। তিনি শীঘ্রই সংস্কার হওয়া বাঁধের উপর বৈদ্যুতিক বাতি স্থাপন সহ এর সৌন্দর্য্য বর্ধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদ্বীপ দাশ সাগর ও জেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর