,

স্ত্রীকে মারপিট করে হত্যার চেষ্টার ঘটনায় আটক স্বামী কারাগারে প্রেরণ

জুয়েল চৌধুরী ॥ শহরের কোর্ট স্টেশন এলাকায় জেলা পরিষদের সদস্য সালেহা আক্তার লাকী (৪০) কে যৌতুকের দাবীতে মারপিট করে হত্যার চেষ্টার ঘটনায় আটক শফিউল আলম চৌধুরী শামিম (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাহিদ মিয়া জানিয়েছেন শামিমের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে পুলিশের কড়া নিরাপত্তা দিয়ে শামিমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, শামীম শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মুজিবুর রহমান চৌধুরী বড় ছেলে। মামলার বিরণে ও আহত সালেহা আক্তার জানান, ১৮ সালের ৭ ডিসেম্বর ফেসবুকে পরিচয় হয় শামীম ও সালেহার এক পর্যায়ে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা কাবিন মুলে বিয়েতে আবদ্ধ হয়। শামীম কোর্ট স্টেশন এলাকায় সালেহার বাসায় বসবাস করত। গত সোমবার রাত ১০টায় সালেহাকে টাকার জন্য মারপিট করে রুমে আটক করে শামীম। পরিবারের লোকজন শামীমকে আটক করে থানায় খবর দিলে এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। আসার সময় সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সদর থানায় ওসি মোঃ মাসুক আলী জানান, সালেহা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর