,

সকল নেতাকর্মীকে ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে -আলমগীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. মো. আলমগীর চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে দেশ ও দলের ইতিহাস এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এর জন্য বই পড়তে হবে। ইতিহাস জানলে দলের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে আওয়ামীলীগ হল একটি অনুভূতি। ইতিহাস না জানলে এই অনুভূতি আসবে না। দলের নেতাকর্মীরা যাতে বই পড়তে পাড়ে তার জন্য দলীয় কার্যালয়ে লাইব্রেরী করা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতা প্রদানকালে তিনি একথা বলেন। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামিম, মরতুজ আলী, সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, এড. মনোয়ার আলী, এড. আতাউর রহমান, সাবেক উপ-সম্পাদক এড. আব্দুল মোছাব্বির বকুল, এড. শাহ ফখরুজ্জামান, সাবেক সদস্য এড. সুমঙ্গল দাস সুমন, এড. সুলতান মাহমুদ, এড. আব্দুল মোনতাকিম চৌধুরী খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সহ-সভাপতি স্বপন লাল বণিক, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আকবর হোসেন জিতু, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুনক কবির রেজা, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভিপি এড. রুকন উদ্দিন তালুকদার রুকু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. সুবীর রায়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ ও ফেরদৌস আহমেদ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী ও মহিবুর রহমান, পোস্টাল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ শেবুল আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি ও হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিন।


     এই বিভাগের আরো খবর