,

তারেক হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগ

সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে আলোচিত তারেক হাবিবের অত্যাচারে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইউপি মেম্বার আলাউদ্দিনসহ ভূক্তভোগী প্রায় ২শ ৪০ জন লোকে মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল রবিবার দুপুরে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ সার্কেল, অফিসার ইনচার্জ সদর থানা, সিভিল সার্জন হবিগঞ্জ, উপজেলা চেয়ারম্যান হবিগঞ্জ, লস্করপুর ইউপি চেয়ারম্যান হবিগঞ্জ ও প্রেসক্লাব সভাপতি হবিগঞ্জসহ বিভিন্ন দপ্তরে সদর অবগতির জন্য দেয়া হয়েছে। অভিযোগে জানা যায়, ওই গ্রামের হাবিবুর রহমানের পুত্র তারেক হাবিব স্কুল জীবনে তরফ উচ্চ বিদ্যালয়ে মেয়েদের ছবি ন্যাকেট করার কারণে বহিস্কার হয়। এছাড়া তার পিতা হাবিবুর রহমান স্থানীয় চেয়ারম্যান আমজাদ আলীর নিকট থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন। সে কখনো সাংবাদিক, কখনো আইনজীবিসহ বিভিন্ন কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। সে গত ২৭/০১/২০২০ ইং তারিখে সিভিল সার্জন কার্যালয়ে হাতিরথান গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র শাহ আলম এর নাম ব্যবহার করে ও জাল দস্তখত দিয়ে ডেমেশ^র কমিউনিটি ক্লিনিকের প্রোপাইটারের বিরুদ্ধে এক মিথ্যা অভিযোগ দায়ের করে। যা গত ৫/০২/২০২০ইং তারিখে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয় এবং তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। সে ইতোপূর্বে ঐ গ্রামের রমজান আলীর পুত্র মোঃ আব্দুস সালামের নিকট চাঁদা দাবি করলে সে না দেয়ায় তাকে থানার মাধ্যমে হয়রাণী করে। অভিযোগে তারা বলেন, উক্ত তারেক হাবিব দীর্ঘদিন যাবত এলাকাসহ বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন মিথ্যা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করত সাধারণ মানুষকে বিভিন্ন মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসতেছে। এমন অভিযোগে তারেক হাবিব দীর্ঘ সময় থানার হাজতে বাস করার পর আপোষ মিমাংসায় ছাড় পায়। তার এসব কর্মকান্ডে এলাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে তার উপর বিভিন্ন মিথ্যা মামলার হুমকি ধামকি দেয়া হয়। এই কারণে এলাকাবাসী তার যন্ত্রণায় অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর