,

আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে কেবি এহিয়া ওয়াকফ এস্টেটের লিজ গ্রহীতাকে বেআইনী পন্থায় উচ্ছেদের হুমকি

খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের পক্ষে সিলেট সাব জজ অর্থ ঋণ আদালতের ৭২/৯৯নং মামলায় স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি বলবৎ থাকা সত্ত্বেও এস্টেটের নিম্ন তফসিল বর্ণিত জলমহালটি হবিগঞ্জ জেলা প্রশাসক বেআইনীভাবে অন্যত্র লিজ প্রদান করেছেন। এছাড়াও হবিগঞ্জের যুগ্ম জেলা জজ (২য়) আদালত কর্তৃক জলমহালটির বৈধ ইজারাদার (নিম্নস্বাক্ষরকারী) ৭২/২০২০নং স্বত্ত্ব মোকদ্দমায় বিগত ১৫/১১/২০২০ইং তারিখে হবিগঞ্জের জেলা প্রশাসককে বেআইনী লিজ প্রদান ও অন্যায় উচ্ছেদ থেকে বিরত থাকার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। কিন্তু জেলা প্রশাসক আদালতের নির্দেশ উপেক্ষা করে সম্পূর্ণ বেআইনী পন্থায় জলমহালটির বৈধ ইজারাদারকে উচ্ছেদের জন্য গত সোমবার (২৪/১১/২০২০খ্রি.) ইজারাগ্রহীতাকে মোবাইল ফোনে বানিয়াচংয়ের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে, গত মঙ্গলবার (২৫/১১/২০২০খ্রি.) অথবা যেকোন দিন আমাকে দখল উচ্ছেদ করা হবে। আমি জলমহালটির ব্যাপারে আইনগত ও ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় আচরণ করার জন্য এবং জেলা প্রশাসকের এ ধরণের অন্যায় আচরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা ও রাষ্ট্রের দায়িত্বশীলদের সদয় হস্তক্ষেপের প্রার্থনা করছি।
তপশীল :-
(চাতল বিল সুতী নদী গং জলমহাল) ঃ জেলা- হবিগঞ্জ, উপজেলা- বানিয়াচং, মৌজা- মাকালকান্দি ও পাথালিয়া, জে.এল নং- ১২ ও ১৩, খতিয়ান নং- ০১, মাকালকান্দি মৌজার দাগ নং- ১০০০, ৯৯৯, ১০০১, ১০০৩, ৯৯৮, ১১৬৬, ১১৪২, ১৪২৫, ২৫২৩, ২৫২৬ ও পাথালিয়া মৌজার দাগ নং- ২১৫৮, ২১৩২, ২১৩৩, ২১৪১, ২৫৫৮, ২১৮৭ অংশে ১৫.৪৪ একর একুনে মোট ৭৮.৪১ একর ভূমি।

মোঃ মাছুম বিল্লাহ চৌধুরী
পিতা- মরহুম মোঃ নুরুদ্দিন চৌধুরী
সাং ও ডাক- মুরাদপুর
উপজেলা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর