,

হবিগঞ্জ পৌরসভায় ফুটপাত ও সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা এলাকার ফুটপাত ও সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার পৌর কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর তেমুনিয়া, সদর হাসপাতালের দুইপাশ, তিনকোনা পুকুর পাড়, চৌধুরী বাজার, চাষিবাজারসহ প্রধান সড়কের বেশিরভাগ স্থানই প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। ওই সব স্থাপনা তৈরি করে কেউ ব্যবসা করছেন, কেউ ভাড়া দিয়ে প্রতিমাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। আর এসব স্থাপনায় দেয়া হয়েছে অবৈধ বিদ্যুত সংযোগ। গত বছর এসব স্থাপনা উচ্ছেদ করার পর কিছুদিন যেতে না যেতেই প্রভাবশালীরা আবারও জায়গা দখল করে স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছে। গতকাল শুক্রবার বিকালে পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম শায়েস্তানগর তেমুনিয়া এলাকাসহ বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর