,

হবিগঞ্জে একদিনে ৮৭ জনের করোনা শনাক্তের রেকর্ড

হবিগঞ্জ প্রতিনিধি :- সারাদেশের ভয়াবহ হারে বাড়ছে করোনার সংক্রমণ। এর থেকে হবিগঞ্জ জেলাও বাদ নেই। এমন বাস্তবতায় গত ২৪ ঘন্টায় জেলায় একদিনে রেকর্ড ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্জল।

শনিবার (১০ জুন) রাতে তিনি জানান, হবিগঞ্জ জেলায় সর্বশেষ ২২২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা হবিগঞ্জ জেলার একদিনে সর্বোচ্চ। যেখানে করোনা শনাক্তের হার ৩৯.১%। এর আগে গত ৪ জুলাই জেলা একদিনে সর্বোচ্চ ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এদিকে সিভিল সার্জন অফিস, হবিগঞ্জ সূত্রে জানা গেছে- শনিবার সদর উপজেলায় ৫১ জন, চুনারুঘাটে ৮জন, মাধবপুরে ১২ জন, নবীগঞ্জে ৯ জন, বাহুবলে ৫ জন, বানিয়াচংয়ে ১জন এবং আজমিরীগঞ্জে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত ৩১৭০ জন, সুস্থ হয়েছেন ২১২৯ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।


     এই বিভাগের আরো খবর