,

করোনা পরিস্থিতিতে হবিগঞ্জের মানুষ মানবতা দেখিয়েছে ॥ জেলা প্রশাসক

আখলাছ আহমেদ প্রিয় ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, ‘কথায় আছে যে ঘরে পাতি নাই, সে ঘরে ঠাঁই নাই। অথ্যাৎ যার সংসারে আয় কম, সে সংসারেই খাদ্যের বেশি প্রয়োজন। করোনা পরিস্থিতিতে যখন হবিগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু হয়েছিল, তখনই অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দেয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অক্সিজেনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে তাগিদ পড়ে। এই সংকটময় মূহুর্তে টেনশনে পড়েছিলাম। কিন্তু, না। দেখা যায়, এই সংকটে হবিগঞ্জের বিভিন্ন সংগঠনসহ মানবিক ব্যক্তিবর্গ এগিয়ে আসেন। সকলের সহযোগিতা নিয়ে এ পরিস্থিতি মোকাবিলা করছি। হবিগঞ্জের মানুষ সত্যেই মানবিক। তারা প্রকৃতভাবে মানবতা দেখিয়েছে’। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট সমিতি উত্তরা, ঢাকা-এর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও মাস্ক বিতরনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর নন্দিত রূপকার এবং অগ্রনী ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম এর উদ্যোগে ও অগ্রনী ব্যাংক লিমিটেড হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপনাায় অনুষ্ঠিত অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও মাস্ক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রনী ব্যাংক হবিগঞ্জ শাখার সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেড-এর এমডি ও সিইও এবং সিলেট সমিতি উত্তরা, ঢাকা-এর সভাপতি মোহাম্মদ শামস্-উল ইসলাম। বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল কাদির, সাবেক সভাপতি (অবঃ) ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক এমাদ রনি, অগ্রনী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার আশেকে এলাহী, হবিগঞ্জ প্রধান শাখার ম্যানেজার মাধব চন্দ্র রায়সহ অগ্রনী ব্যাংক লিমিটেড সিলেট বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে ১৫টি অক্সিজেন সিলিন্ডার, ২ হাজার ৫শ মাস্ক, ২টি কনসেনট্রেটর ও সচেতনতা মূলক লিফলেট হস্তান্তর করা হয়।


     এই বিভাগের আরো খবর