,

বৃষ্টি এলেই চলে যায় হবিগঞ্জ শহরের বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার: সামান্য বৃষ্টি এলেই হবিগঞ্জ শহরে বিদ্যুত চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপো করলেও বিদ্যুত আসে না। ফোন করলে কোনো কোনো সময় রিসিভ করে বলা হয় শাহজীবাজার থেকে বিদ্যুত নেয়া হয়েছে। আবার কোনো কোনো সময় ফোন রিসিভ না করে বন্ধ করে রাখা হয়। শহরবাসী বিদ্যুত ব্যবহার ভোগান্তিতে রয়েছেন। গত রবিবার সন্ধ্যা থেকেই হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, সিনেমা হল রোড ও রাজনগরসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টির সাথেই বিদ্যুত চলে যায়। এরপর থেকে কয়েকবার আসা যাওয়া করে। তবে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত শায়েস্তানগর, মোহনপুর ও রাজনগরসহ আশপাশ এলাকা একেবারেই বিদ্যুতবিহীন হয়ে পড়ে। বার বার বিদ্যুত অফিসে ফোন দেয়ার পরও তারা ফোন রিসিভ করেনি। কেউ কেউ অভিযোগ করছেন অবৈধ টমটম গ্যারেজের কারণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, আবার অনেকেই অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবেও অনেক সময় লোডশেডিং করা হয় ঘণ্টার পর ঘণ্টা। এ বিষয়ে বিদ্যুত অফিসের সহকারি প্রকৌশলী আব্দুল মজিদ ভ‚ইয়া জানান, শায়েস্তানগর এলাকার একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ সমস্যা হয়। তাছাড়া শহরের অনেক মেইন লাইনগুলো ত্রæটিপূর্ণ। ফলে বৃষ্টি হলেই সমস্যার সৃষ্টি হয়। তবুও যথাসাধ্য গ্রাহকদের সেবা দেয়ার চেষ্টা করি।


     এই বিভাগের আরো খবর