,

কিচেন মার্কেট সচল করার উদ্যোগ হবিগঞ্জ পৌরসভার :: দুপুরের পর হতে সন্ধ্যার পরেও পাওয়া যাচ্ছে মাছ, সবজি….

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ শহরের পিটিআই রোডে অবস্থিত কিচেন মার্কেটের জটিলতা কাটিয়ে সচল করার উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এর প্রাথমিক ব্যবস্থা হিসেবে কিচেন মার্কেটের সামনে মাছ ও সবজির দোকান ইতিমধ্যে চালু করা হয়েছে। দুপুরের পর এমনকি সন্ধ্যার পরও প্রতিদিন এ বাজারে পাওয়া যাচ্ছে মাছ, সবজি ইত্যাদি।
২০১৫ সালে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অর্থায়নে পিটিআইয়ের সামনে পৌরসভার নিজস্ব ভূমিতে কিচেন মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১৯ সালের ২৪ আগষ্ট স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কিচেন মার্কেটের উদ্বোধন করেন। বিএমডিএফের আরোপিত শতানুযায়ী মার্কেটের দোকান সমূহ বরাদ্দ দেয়া হয়। কিচেন মার্কেটের প্রতিটি দোকানের বিপরীতে ব্যবসার ধরন নির্ধারন করে দেয়া হয়েছে মার্কেট নিমার্ণের পূর্বেই। ব্যবসার ধরন অনুযায়ীই ব্যবসায়ীগণ পৌরসভা কার্যালয়ের প্রক্রিয়া অনুসরণ করে দোকান কোঠা বরাদ্দ নেন। ব্যবসার ধরণ হলো মাছ, মাংস, সবজি, শুটকি, পান-সুপারি ইত্যাদি। কিন্তু পরবর্তীতে ২০১৯-২০ইং সালে বিএমডিএফ অথবা মন্ত্রনালয়ের সাথে কোন পরামর্শ ছাড়াই ব্যবসার ধরন পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হয়। ব্যবসার ধরণ পরিবর্তন করার কারনে কার্যত এটি কিচেন মার্কেটের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। ফলে ২০২২ সালে এসে আজো এ মার্কেটটি কার্যকর হয়ে উঠেনি। ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অপরদিকে যে ক্রেতা সাধারণের জন্য এ কিচেন মার্কেটটি নির্মাণ করা হয়েছিল তাদের কোন কাজে আসেনি। এ অবস্থা হতে কাটিয়ে উঠার জন্য মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে পৌরপরিষদের সভায় এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। পৌরপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কিচেন মার্কেটের ব্যবসার ধরণ বজার রাখা সহ মার্কেটকে কার্যকর করতে নানা উদ্যোগ নিয়েছে পৌরসভা। এর প্রাথমিক ধাপ হিসেবে মার্কেটর সামনে মাছ, সবজি ইত্যাদির দোকান বসানো হয়েছে। বেবী ষ্ট্যান্ড ফায়ার সার্ভিস রোডের মৎস ও সবজি ব্যবসায়ীদের কিচেন মার্কেটের সামনে প্রাথমিকভাবে ব্যবসা করার সুযোগ দেয়া হয়েছে। বর্তমানে প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যার পরেও এ দোকানগুলোতে মাছ, সবজি ইত্যাদি কেনাকাটা চলছে। এ দোকানগুলো কার্যকর হয়ে উঠলে পুরো মার্কেটকে নির্ধারিত ব্যবসার ধরণ বজায় রেখে নতুনভাবে সাজানো হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।


     এই বিভাগের আরো খবর