,

হবিগঞ্জ শাহজালাল ট্রাস্ট কর্তৃক বৃক্ষরোপন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক আয়োজিত সৌদি আরব প্রবাসী উদিয়মান তরুন সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর (মাস্টার বাড়ি) এর কৃতি সন্তান মো. ফয়জুর রহমান (ফয়েজ) এর ১০ হাজার টাকার অর্থায়নে নারিকেল গাছের চারা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ১টায়, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজ প্রাঙ্গণে সামাজিক বনায়ন “বৃক্ষরোপণ” নারিকেল গাছের চারা রোপন করা হয়। এ সময় সভাপতির বক্তৃতায়, হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল বলেন, আল্লাহ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, যদি কোনো মুসলমান একটি বৃক্ষরোপন করে অথবা কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা চাষকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের গভনিং বডি’র চেয়ারম্যান নিরুপম দেব, অধ্যক্ষ নজির আহমেদ, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি মাওঃ মো. আব্দুল কাইয়ুম, হযরত আমরোডী ছাহেব (র.) এর নাতি আমিমুল ইহসান তাহসিন, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের সিনিয়র প্রভাষক মো. সুমন মিয়া, বিদ্যুৎ পাল সহ, কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীগন বি.দ. মো. ফয়জুর রহমান (ফয়েজ) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান। দেশের কল্যাণে,দেশের সার্বিক উন্নয়নে এবং জনহিতকর কাজে আমৃত্যু কাজ করে যেতে চান ইনশাআল্লাহ। তিনি হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর কার্যক্রমে সব সময় পাশে তাকবেন এ আশাবাদ ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর