,

বাহুবলে টিলা কেটে বালু উত্তোলনের মহোৎসব :: ১০টি ড্রেজার মেশিন জব্দ

স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বিভিন্নস্থানে পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন থেমে নেই। যার ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। গতকাল বুধবার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া নামকস্থানে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ রুহুল আমিন। অভিযান টের পেয়ে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ফেলে রেখে পালিয়ে যায় বালুখেকো চক্রটি। এসময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয় এবং ১০টি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় মেম্বার ও পুটিজুরী পুলিশ ফাঁড়ির জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার এস.আই খায়রুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা বলেন, টিলা কেটে বালু উত্তোলন করা বেআইনি, এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর