,

বাহুবলে অনাবাদি উঁচু জমি খনন করে তিন ফসলি চাষ উপযোগী জমি খননের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর ও কান্দিগাঁও গ্রামের মাঠে বোরো মৌসুমে সহস্রাধিক একর জমি প্রায় এক যুগ থেকে অনাবাদি পড়ে আছে। মাঠের মাঝখান দিয়ে কোন খাল খনন না থাকায় ও সেচ সুবিধা না পাওয়ায় আমন চাষের পর এসব জমি খালি পড়ে থাকে। উঁচু জমি খনন করলে অথবা একটি খাল খনন করলে এসব জমিতে মৌসুমে ৫শ’ মেট্রিক টনেরও বেশী চাল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এখানকার উঁচু জমি খননে বাঁধা দেয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এতে পানির অভাবে কৃষকদের ৪ হাজার একর কৃষি জমিতে এবারের মৌমুমে ফসল আবাদে বিঘ্ন ঘটছে। যার ফলে উঁচু ফসলি জমি খনন করে তিন ফসলি চাষ উপযোগী জমি খনন করার দাবিতে মাঠে নেমেছে ভুক্তভোগী কৃষকরা। তিন ফসলি চাষ উপযোগী জমি খনন করার দাবিতে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক প্রশাসনকে গণস্বাক্ষরসহ লিখিতভাবে অবহিত করেছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার শাহাপুর ও কান্দিগাঁও গ্রামের কৃষকরা রাস্তায় ও তাদের ফসলি জমিতে দাঁড়িয়েই মানববন্ধন করেন।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা জানান, উঁচু জমি খননের উদ্যেগ নেয়া হলে তাতে অসাধু ব্যক্তি বাঁধা প্রদান করা হচ্ছে। তাই উঁচু জমি খননে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।


     এই বিভাগের আরো খবর