,

শায়েস্তাগঞ্জে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে জহুর চান বিবি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারো প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে বিকালে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উপজেলা প্রাণি সম্প্রসারণ অফিসার ডাঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) কৃষিবিদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজিম উদ্দিন জানান, প্রদর্শনীতে ৪২টি স্টল স্থান পেয়েছে। তন্মধ্যে ৭টি ক্যাটাগরিতে ১৫ জন খামারীকে পুরস্কার করা হয়।


     এই বিভাগের আরো খবর