,

বহাল তবিয়তে বক্তারপুর প্রাইমারি স্কুলের শিক্ষক দন্ডিত বাবলু

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবলু তালুকদার কারাদন্ডের পরও বহাল তবিয়তে চাকরি করছেন। পাশপাশি প্রভাব দেখিয়ে গ্রামবাসীকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নেমে আসে অত্যাচার, নির্যাতন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অতিষ্ঠ ও নির্যাতিত উপজেলার সিকান্দরপুর গ্রামের অনন্ত দাশের পুত্র ৬নং ওয়ার্ডের মেম্বার অনুকুল দাশ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, একই গ্রামের অন্তর দাশের পুত্র অনুকূল দাশসহ বেশ কয়েকজনকে একই গ্রামের মৃত বারিন্দ্র তালুকদারের পুত্র বিনয় তালুকদার, বাচন তালুকদার, বাবলু তালুকদার, মৃত সাধুচরণ দাশের পুত্র গোপেশ দাশ সহ ৭ জন লোক তাদের পিটিয়ে আহত করে জখম করে। এ ঘটনায় অনুকূল দাশ বাদি হয়ে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করলে বিচারক মামলা আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন। দীর্ঘ স্বাক্ষি প্রমাণ শেষে সহকারি শিক্ষক বাবলু তালুকদারকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া বাচন তালুকদারকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের জেল, গোপেশ তালুকদারকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের জেল প্রদান করা হয়। অপর আসামিদেরকে খালাস প্রদান করা হয়। তিনি আরও অভিযোগ করেন বাবলু তালুকদার শিক্ষক হয়ে এলাকায় সুদের ব্যবসা করে মানুষকে ভিটে ছাড়া করছেন। তারপরও সে তার এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর