,

নবীগঞ্জের হালিতলায় ৩ দিনব্যপী অষ্টপ্রহরব্যাপী কীর্তন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা তামাশপুর শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ায় ৩ দিনব্যপী ২৭তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন গত শুক্রবার বিকালে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, গীতাপাঠ, অধিবাসকৃত্য, মঙ্গলঘট স্থাপন, তারকব্রম্ম হরিনাম সংকীর্তন নামসুধা বিতরন, মহাপ্রসাদ বিতরন। অনুষ্টানের শুরুতে গীতাপাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ।
এতে কীর্তন পরিবেশন করেন সুনামগঞ্জ দিরাইয়ের কমলকৃষ্ণ দেবনাথ, সিলেট বালাগঞ্জের রুপম ধর, সুমন বৈদ্য, হালিতলার দীপংকর দাশসহ কীর্তনীয়া দল। মন্দিরের সেবায়েত সখী চরন বৈষ্ণবের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন কীর্তন কমিটির উপদেষ্টা ডাঃ সত্য রঞ্জন রায়, বিনয় ভুষন দাশ, শৈলেশ রায়, শিক্ষক বিধান রায়, সুনীল গোপ, গোপাল চক্রবর্ত্তী, বিষ্ণু পদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক লিটন রায়, ৮নং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবিনয় রায়, কীর্তন কমিটির সভাপতি বিনদ লাল দাশ, নিতাই প্রসাদ পুরকায়াস্থ, কৃষ্ণ চরন দাশ, সাধারন সম্পাদক জগন্নাথ দাশ, অর্থ সম্পাদক হরিপদ দাশ, তপন পুরকায়স্থ, সুশান্ত বৈদ্যসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর