মুজাহিদ চৌধুরী ॥ পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার হাওর অঞ্চলকে নতুন আঙ্গীকে উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। ৯শ ৯৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউজ সভাকক্ষে গুঙ্গিয়াজুড়ি হাওর প্রকল্প পরিদর্শন শেষে গন্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ১৭ ভাগ খাদ্য উৎপাদন হয় হাওর অঞ্চল থেকে। হাওর এলাকার জনগণের জীবন যাত্রা নিম্নমুখী, কাজেই দেশের সামগ্রিক উন্নয়ন এগিয়ে নিতে হাওরকে মুল স্রোত ধারায় নিয়ে আসতে হবে। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘুঙ্গিয়াজুরী হাওর উন্নয়ন প্রকল্প সহ হবিগঞ্জ জেলার অন্যান্য হাওর এলাকায় সরকারের গৃহিত প্রকল্প বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, এডভোটেক আবু জাহির এমপি, এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, দৈনিক প্রভাকর সম্পাদক ও প্রকল্প প্রণেতা নোমান চৌধুরী, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদ প্রতিনিধি মোঃ আলমগীর খান প্রমুখ। আলোচনার পূর্বে প্রকল্প সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম বীর প্রতীক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের হাওর অঞ্চলকে সমৃদ্ধ করতে এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প এলাকা সরজমিনে পরিদর্শন করে মন্ত্রণালয় কাজ করছে। গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে। কৃষি, শিক্ষা, মৎস্য ও যোগযোগ ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপূর্ন অবদান রাখবে। হাওর অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার হাওর উন্নয়ন বোর্ড গঠন করেছে।
Leave a Reply