March 22, 2025, 6:37 pm

আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রীর এপিএস এর পরিদর্শন প্রধানমন্ত্রীর জনসভাস্থল হিসাবে নিউফিল্ড চুড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জে ২৯ নভেম্বর দুপুরে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল হিসাবে নিউফিল্ডকে চুড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগ নেতবৃন্দ, ও এসএসএফ এর পরিদর্শন শেষে এই ভেন্যু চুড়ান্ত হয়। বৃহস্পতিবার বিকেলে সম্ভাব্য সভাস্থল হবিগঞ্জ নিউফিল্ড ও নবনির্মিত আধুনিক স্টেডিয়াম পরিদর্শন শেষে মিডিয়ার কাছে এই সিদ্ধান্ত জানানো হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এম.পি এড. মোঃ আবু জাহির, জেলা জাতীয় পার্টির সভাপতি এম.পি এম.এ মুনিম চৌধুরী বাবু, প্রধানমন্ত্রীর এ.পি.এস সাইফুজ্জামান শিখর, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, এস.এস.এফ কর্মকর্তা মেজর জাহিদ, জেলা আওয়ামীলীগ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এড. আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য মিলাদ গাজী, এডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, প্রজন্ম লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন ও বিভিন্ন প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলবৃন্দ। পরিদর্শনকালে এমপি আবু জাহির প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখরকে বলেন, ১৪ বছর পর প্রধানমন্ত্রী হবিগঞ্জে আসবেন। নতুন প্রজন্ম তাকে এক নজর দেখতে সমাবেশ স্থলে আসবে। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা থেকেই আসবে ৬৫ হাজার জনতা। সব মিলিয়ে লক্ষ্য জনতার সমাবেশ হবে এটি। এত বিশাল লোকের উপস্থিতির কথা শুনে সাইফুজ্জামান শিখর নিউ ফিল্ডকে চুড়ান্ত করতে মতামত দেন। নিউ ফিল্ডকে চুড়ান্ত করার পর হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে মাঠের উন্নয়ন কাজ করার নির্দেশও প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.