,

নবীগঞ্জে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজে ফেঁসে গেলেন ইউপি মেম্বার নজরুল ও তার সহযোগী রাজাবাদের সেলিম পুলিশের কাচায় বন্ধি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সদরাবাদ গ্রামের সানুর মিয়ার পুত্র ৪নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম ও রাজাবাদ গ্রামের মৃত সৈয়দুর রহমানের পুত্র মুস্তাফিজুর রহমান সেলিমকে নবীগঞ্জ থানা পুলিশ প্রতারনার অভিযোগে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্বাচনী বিরুদের জের ধরে একই গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র এ.কে ফজলু (৩৫), ও তার ভাই কবির আহমদ (৩০) এর বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সীল এবং সই জালিয়াতি করে বাড্ডা ডি.এম.পি থানার মামলা নং- ২০(২)১৪ এর দ্বারা ৩০২/৩৪, সক্রান্ত আসামীদের গ্রেফতারের (২য় পৃষ্ঠায় দেখুন) জন্য ওয়ারেন্ট এর ফটোকপি নিয়ে আসেন। তখন নবীগঞ্জ থানায় খোজ নিয়ে দেখা যায় থানায় সরাসরি ওয়ারেন্টের কপি আসছে। ওয়ারেন্ট এর উপরে প্রসেস নাম্বার না থাকায় এবং জজ সাহেব এর দুই ওয়ারেন্টে দুই রকম স্বাক্ষর থাকায় এবং ওয়ারেন্ট হবিগঞ্জ এস.পি অফিস হয়ে নবীগঞ্জ থানায় আসার কথা কিন্তু সেই ওয়ারেন্টটি সরাসরি নবীগঞ্জ থানায় আসে। এতে করে নবীগঞ্জ থানার ওসি সাহেবের সন্ধায় হয় তখন তাৎক্ষনিক ভাবে বাডডা থানার ও.সি সাহেবকে ফোন করে জানতে পারেন যে মামলা নং- ২০(২)১৪ এর মামলাটি একটি মাদকের মামলা ওই মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী এ.কে ফজলু ও তার ভাই কবির আহমদ এর নাম নেই। ভুয়া ওয়ারেন্ট দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন ইউ.পি মেম্বার নজরুল ও তার সহযোগী মুস্তাফিজুর রহমান সেলিম। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে বলেন এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে এবং তদন্ত করে উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.