রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য প্রমুদ দাশ (৬০) এর লাশ বিবিয়ানা নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা প্রমুদ দাশ গত রোববার রাত ১০ টায় প্রতি দিনের মত ভাত খেয়ে বাড়ী থেকে বের হন। তারপর আর বাড়ী ফেরেননি। তার স্বজনরা সারারাত ব্যাপী উপেক্ষা করে বাড়ীতে না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। গতকাল সোমবার সকাল থেকে ওই মুক্তিযোদ্ধার স্বজন ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। অবশেষে দুপুরে ওই গ্রামের নিকটে বিবিয়ানা নদীর পাড়ে তার ব্যবহৃত জুতা দেখতে পান। গ্রামবাসী তাৎক্ষণিকভাবে নদীতে জাল ফেলে তাকে খুঁজতে থাকেন। অবশেষে জালের মধ্যে ভেসে উঠে হতভাগা এই বীর সৈনিকের লাশ। তবে তিনি কিভাবে মারা গেছেন নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা প্রমুদ দাশ এর বাড়ীতে একদল পুলিশ নিয়ে উপস্থিত হন। সেখানে তার স্বজনদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সন্ধায়ই তার মৃত দেহ দাহ করা হয়েছে।
Leave a Reply