,

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগতম মোঃ আশরাফ উদ্দিন বাংলাদেশ বেতার কেন্দ্রের গীতিকার ও সাংবাদিক

তোরনে তোরনে ছেয়ে গেছে আজ হবিগঞ্জ জেলা,
জানি আগামী ঊনত্রিশ তারিখ বসবে এক গনমানুষের মেলা।
সন্ধা হলেই মিটিং মিছিলে ভরে যায় রাস্থাঘাট,
চলছে পরিকল্পনা কিভাবে সাজাবে খেলার মাঠ।
আসবেন প্রধানমন্ত্রী নেতা নেত্রীদের চোখে ঘুম নাই
সবারই আশা প্রধানমন্ত্রীর সেবা করার যেন একটু সুযোগ পাই।
জরাজীর্ন রাস্থা ঘাট চলছে নতুন করে সংস্কার
শহরের সব ধুলো বালি ধুয়ে মুছে করছে ঝক-ঝকে পরিষ্কার।
পাড়ায় মহল্লায় সাজরব যেন বাঁজছে বিয়ের সানাই
আমিও সেই সাথে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাই।
সবারই কামনা প্রধানমন্ত্রীর আগমনে হবিগঞ্জের হবে সার্বিক উন্নয়ন
যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই জনসভার আয়োজন,
তাদেরকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.