,

মাধবপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া উক্ত মামলায় ২ আসামীকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুব উল ইসলাম এ দন্ড প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরের কাটিহারা গ্রামের মৃত বিষ্ণু দেবের পুত্র রিংকু দেব (৩৫) যৌতুকের জন্য তার স্ত্রী বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার সিংহ গ্রামের মৃত নারায়ন দাসের কন্যা চঞ্চলা রানী দাস (২০) কে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে চঞ্চলা রানীর মা আনিতা রানী দাস বাদি হয়ে মাধবপুর থানায় রিংকু দেব, তার মা লক্ষী রানী দেব ও বোন লাকী রানী দেবকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৮ এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে রিংকু দেবকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। রিংকু দেব স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেটের নিকট হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণ শেষে গতকাল বিচারক উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন। গতকালই ঘাতক রিংকুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এসময় লক্ষী রানী ও লাকী রানীকে খালাস প্রদান করেন। বাদি জানান, আদালতে সে উপযুক্ত বিচার পেয়েছে। আসামীর স্বজনরা জানায়, তারা উচ্চ আদালতে আপিল করবে। উল্লেখ্য ২০১২ সালে দুর্গাপূজা মন্ডপে রিংকু দেবের সাথে চঞ্চলা রানী দাসের পরিচয় হয়। সে সুবাদে পারিবারিকভাবে তাদেরকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই রিংকু যৌতুকের জন্য চঞ্চলার উপর নির্যাতন শুরু করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট আকবর হোসেইন জিতু। আসামীপক্ষে ছিলেন এডভোকেট নির্মল ভট্টাচার্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.