March 23, 2025, 4:55 am

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রতিরোধে হবিগঞ্জে ওয়ার্কশপ প্রকাশ্যে ধূমপায়ীদের বিরুদ্ধে ৩শ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পাবলিক প্লেস, গণ-পরিবহনে ধূমপান রোধ ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রতিরোধে হবিগঞ্জে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের এনজিও সংস্থা সীমান্তিক ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কক্ষে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। কর্মশালায় জেলা প্রশাসক বলেন, একজন ধূমপায়ীর পাশে থাকা একজন সুস্থ্য ব্যক্তি বেশি আক্রান্ত হয়। ধুমপায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি তামাকের উৎপাদন (২য় পৃষ্ঠায় দেখুন) বন্ধ করতে হবে। তিনি বলেন প্রকাশ্যে ধূমপায়ীদের বিরুদ্ধে ৫০ টাকা থেকে বাড়িয়ে ৩শ টাকা জরিমানার বিধান করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দীলিপ কুমার বনিক। অনান্যদের মাঝে বক্তৃতা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানা কাউনাইন, সদর থানার ওসি (তদন্ত) দেওয়ান নূরুল হক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাংবাদিক মোঃ রহমত আলী প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর, মিডিয়া অফিসার মুরাদ বক্স, প্রজেক্ট অফিসার শেফালী বেগম, একাউন্ট অফিসার আরিফুর রহমান ও ফিল্ড অফিসার সৈয়দ হামিদ আহমদ। কর্মশালায় ধূমপানের ক্ষতিকর দিক ও নিষিদ্ধ স্থানগুলি মাল্টি মিডিয়ায় প্রদর্শণের মাধ্যমে উপস্থাপনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডাঃ সাইফুল ইসলাম। কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ডাক্তার, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.