,

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দিন মজুর

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্তর পশ্চিমে আলহাজ্ব আকিকুল হোসেন সড়কের বাইনা গাঁও (উবাহাটা) নামক স্থানে সড়ক পারাপারের সময় দীন মজুর আনোয়ার মিয়া নিহত হয়েছে। এলাকার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর দেড়টায় সিলেট-ঢাকা মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্তর পশ্চিমে আল আলহাজ্ব আকিকুল হোসেন সড়কের বাইনা গাঁও (উবাহাটা) নামক স্থানে ঢাকা থেকে সিলেট গামী অজ্ঞাত মাইক্রোবাস ধাক্কায় ঘটনাস্থলেই বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলা বলাকোর্ট ইউপির বালি কোলা গ্রামের মোঃ কেনু মিয়ার পুত্র ধান কাটা শ্রমিক মোঃ আনোয়ার মিয়া (২৮) নামে যুবক ঘটনাস্থলেই মারা যান। মৃত্যু কালে তিনি পিতা-মাতা, ১ বোন ও ২ ভাই রেখে যান। কিন্তু ভাই বোনের মধ্যে সে ছিল বড়। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার চুনারুঘাট উপজেলার বাইনাগাঁও (উবাহাটা) গ্রামে কাজল মিয়ার বাড়ীতে বি-বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার বালিকোলা গ্রাম থেকে পেটের দায়ে শায়েস্তাগঞ্জে কাজল মিয়ার বাড়ীতে ধান কাটা শ্রমিক আনোয়ার মিয়া (২৮), আনু মিয়া (৩০), হাসান মিয়া (৩০), রেশন মিয়া (৪০) ধানকাটার জন্য অবস্থান নিলে পরদিন বুধবার ধান কেটে কাজল মিয়ার বাড়ীতে নিয়ে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা মাইক্রোবাস ধাক্কায় প্রাণ হারালো দীন মজুর আনোয়ার মিয়া। অপর তিন জন শ্রমিক আনু মিয়া, হাসান মিয়া ও রেশন মিয়া উবাহাটা গ্রামে কাজল মিয়ার বাড়িতে কাজ করার জন্য রয়েছেন। এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ওসি এজাজুল এক দল পুলিশ নিয়ে ঘটনা স্থল থেকে লাশ এনে থানায় রাখেন। অজ্ঞাত মাইক্রোবাসের কোন সন্ধান পাওয়া যায়নি বলে থানার ওসি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.