বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের রশিদপুর রেল ষ্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে দ্বীন ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে বিশ্বনাথ উপজেলার সাতগ্রাম গ্রামের। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রশিপুর রেল ষ্টেশনের প্লাটফর্মের সামনে। প্রত্যক্ষ সুত্রে জানায়, চট্টগ্রাম গামী পাহাড়ীকা ট্রেনটি ক্রসিং করতে ষ্টেশনে স্টপিজ দেয়। এসময় ট্রেনের যাত্রীরা নিচে নামলে অপর দিক থেকে সিলেটগামী (২য় পৃষ্ঠায় দেখুন) আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি আসলে পাহাড়িকার ১ যাত্রী জয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। রশিদপুর রেল ষ্টেশনের কর্তব্যরত মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Leave a Reply