March 23, 2025, 4:05 am

কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীট গৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্ধমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে দাখিলকৃত সম্পূরক চার্জশীট আদালতে গৃহীত হয়েছে। গতকাল হবিগঞ্জ আমল আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট রশিদ আহমেদ মিলন চার্জশীট গ্রহণ করে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরশেন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি.কে গউছসহ পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। একই সাথে বিজ্ঞ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামঞ্জুর করেন। এদিকে চার্জশীট গ্রহনের পর কালেক্টরের ভবনের সামনের রাস্তায় যুবলীগ-ছাত্রলীগ এবং যুবদল-ছাত্রদল পাল্টাপাল্টি মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। প্রকাশ, সাবেক অর্ধমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরশেন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি.কে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে তৃতীয় সম্পূরক চার্জশীট হবিগঞ্জ আদালতে দাখিল করেন। গত ৩ ডিসেম্বর মামলার নির্ধারিত তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন নেছা পারুল দাখিলকৃত চার্জশীটের ভুল সংশোধনের করার আবেদন জানান। বিজ্ঞ আদালত উক্ত আবেদন গ্রহণ করে গতকাল ২১ ডিসেম্বরের মধ্যে সংশোধিত চার্জশীট দাখিলের আদেশ প্রদান করেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন নেছা পারুল গত বৃহস্পতিবার সংশোধিত চার্জশীট আদালতে দাখিল করেন। মামলার নির্ধারিত তারিখ গতকাল আমল আদালত-২ এ দাখিলকৃত চার্জশীটের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীকালে উভয় পক্ষের শতাধিক আইনজীবি যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেন। প্রায় ৪৫ মিনিট শুনানী শেষে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট রশীদ আহমদ মিলন দাখিলকৃত চার্জশীট গ্রহণ করেন। একই সাথে চার্জশীটভূক্ত পলাতক আসামী হারিছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরশেন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি.কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করেন। এদিকে চার্জশীট গৃহীত হবার পর আদালত এলাকার বাইরে ছাত্রলীগ-যুবলীগ এবং যুবদল-ছাত্রদল পক্ষে-বিপক্ষে মিছিল বের করে। স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় উভয় পক্ষ মিছিলে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের লাখাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন (২৫), ছাত্রলীগ নেতা জাকির হোসেন (২২), রিপন মিয়া (২৩), পৌর যুবদল নেতা ইমরান মিয়া (২৫) সহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.