,

পাঞ্জারাই মাদ্রাসার সুপারের সাথে অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আব্দুর রহমান চৌধুরী লিমন ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই জি. কে. ওয়াই.আই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও নবীগঞ্জ বাজারস্থ তালুকদার মার্কেটের সত্বাধিকারী মোঃ সফিকুর রহমান তালুকদার অত্র মাদ্রাসার সুপারের সাথে অশোভন আচরণ করায় মাদ্রাসার ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি পাঞ্জারাই গুমগুমিয়া গ্রাম  প্রদক্ষিণ করে মাদ্রাসায় এসে শেষ হয়। জানা যায়, গতকাল পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ সফিকুর রহমান অত্র মাদ্রাসার সুপার মোঃ এ.বি.এম মখলিসুর রহমান মাদ্রাসায় আসার পথে সকাল ৯টার দিকে দেখা হলে  মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে সুপারের সাথে অশোভন আচরণ করেন। এ খবর মাদ্রাসায় পৌছলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। বিক্ষোদ্ধ শিক্ষার্থীরা দফায় দফায় মিছিল করতে থাকে এসময় বর্তমান কমিটির  সভাপতি হাজ্বী মোঃ মফিজ উদ্দীন ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিক্ষোদ্ধ শিক্ষার্থীদের বিরোধ নিষ্পতির আশ্বাস দিলে তারা শান্ত হয়।IMG-20141019-WA0021


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.