,

প্রফেসর মুস্তাকীম চৌধুরী নয়া অধ্যক্ষ চুনারুঘাট কলেজের অধ্যক্ষের অপসারণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ অবশেষে চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ কবীর আহমেদ পাটোয়ারীকে স্ট্যান্ড রিলিজ এর মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃন্দাবন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুস্তাকীম আহমেদ চৌধুরীকে নয়া অধ্যক্ষ হিসেবে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় বিগত অধ্যক্ষকে প্রত্যাহার করে নতুন অধ্যক্ষ প্রেরণের আদেশ দিয়েছেন। নারী কেলেঙ্কারী, ঘুষ দুর্নীতি, অনিয়ম দূর্নীতি সহ শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় শিক্ষা মন্ত্রণালয়। কলেজের শিক্ষকবৃন্দ জানান, প্রফেসর কবির আহমদ পাটোয়ারী গত ১৫ জুলাই চুনারুঘাট কলেজে যোগ দেয়ার পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এসবের প্রতিবাদ করায় তিনি কয়েকজন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদেরকে নানা ভাবে লাঞ্ছিত করলে তার বিরুদ্ধে অধিকাংশরাই ফুসে উঠেন। ইতোমধ্যে উপাধ্যক্ষ সহ ১৪ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রী সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। ওই দিন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পৃথকভাবে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন। উল্লেখ্য যে, অধ্যক্ষ কবীর আহমেদ পাটোয়ারী ব্রাহ্মণবাড়ীয়ার বাসিন্দা। তিনি গত ১৫ জুলাই গোপালগঞ্জের একটি কলেজ থেকে চুনারুঘাট কলেজে বদলি হয়ে আসেন।


     এই বিভাগের আরো খবর