,

৪৪ তম জাতীয় আন্তঃ স্কুল-মাদ্রাসা চুনারুঘাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ২দিন ব্যাপি ৪৪তম জাতীয় আন্তঃ স্কুল মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামের ডিসিপি হাই স্কুল মাঠে গত বুধবার থেকে এ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। বৃহস্পতিবার বিকালে ডিসিপি হাই স্কুল হল রুমে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আঃ মতিন। ক্রীড়া শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আউয়াল মাষ্টার, আব্দুস ছামাদ আজাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফজলুর রহমান তরফদার আবিদ, সত্যন্দ্র চন্দ্র দেব, আঃ মালেক, মাওঃ আঃ কাইয়ুম তরফদার, জাহাঙ্গীর আলম প্রমুখ। সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরসহ অন্যান্য অথিতিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর