,

নবীগঞ্জে কলেজ ছাত্রের উপর হামলার ঘটনায় দুপুর পযর্ন্ত হরতাল পালন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শালিসের উদ্যোগ

রাকিল হোসেন ॥ নবীগঞ্জে কলেজ ছাত্রের উপর হামলা ও আটক করে রাখার প্রতিবাদে গতকাল সোমবার নবীগঞ্জ-মার্কুলী সড়কে সকাল-সন্ধা হরতাল পালনরত অবস্থায় দুপুর ১২টা দিকে প্রশাসনের হস্তক্ষেপে হরতাল প্রত্যাহার করেছে ছাত্র সংগঠন বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আগামী শনিবার সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়ায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জানা যায়, গত রবিবার সকালে গাড়ী ভাড়া নিয়ে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান মিজানকে নবীগঞ্জ বাস কাউন্টার জলিল মারপিঠ করে আটক করে রাখে। এ খবরে কলেজ ছাত্ররা সাথে সাথে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে মিজানকে উদ্ধার করে নিয়ে আসেন। এরই প্রতিবাদে বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদ নবীগঞ্জ ডিগ্রি কলেজ উত্তরাঞ্চল শাখার উদ্যোগে রোববার বিকেল ৪টার সময় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীর বাজারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। সভায় হামলার প্রতিবাদে গতকাল সোমবার নবীগঞ্জ-মার্কুলী সড়কে সকাল সন্ধা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা দেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান। এরই প্রেক্ষিতে হরতাল পালন করে ওই ছাত্র সংগঠন। সকাল থেকেই গাড়ি চলচল বন্ধ করে দেয়। পরে ঘটনার খবর পেয়ে ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান এর নির্দেশে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ধর্মজিত সিংহা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এবং পরিস্থিতি স্বাভাবিক করে ঘটনাটি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহন করায় হরতাল প্রত্যাহার করা হয়। এবং উভয় পরে সাথে আলোচনা করে আগামী শনিবার শালিসের তারিখ নির্ধারন করা হয়েছে বলে জানা গেছে। বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদ নবীগঞ্জ ডিগ্রি কলেজ উত্তরাঞ্চল শাখার নেতৃবৃন্দরা জানান, গত রোববার মিজানকে নবীগঞ্জ বাস কাউন্টারের জলিল মারপিঠ করে আটক করে রাখে। এ খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করে আনি এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নবীগঞ্জ-মার্কুলী সড়কে সকাল সন্ধা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা দেই। হরতাল পালনরত অবস্থায় পুলিশ প্রশাসনের প্রস্তাবে হরতাল প্রত্যাহার করি। এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এ ব্যাপারে বাস কাউন্টারে কর্মরত আব্দুল জলিল জানান, তিনি মারপিট করাতো দুরের কথা ঘটনা সম্পর্কে জানতেন না। জনৈক ছাত্র বিচার দিলে তিনি বিষয়টি দেখে দেয়ার জন্য তাদেরকে শান্তনা দেয়ার চেষ্টা করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন জানান, ওই সড়কে হরতালের খবর পেয়ে তাক্ষৎনিক ভাবে ইনাতগঞ্জ ফাড়িঁর পুলিশকে ঘটনস্থ’লে প্রেরণ করি। এক পর্যায়ে আন্দোলনকারী ছাত্র সংগঠন এবং বাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি শালিসের প্রক্রিয়ায় নেয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে বাস চলাচল স্বাভাবিক ভাবে রয়েছে।


     এই বিভাগের আরো খবর