,

ঈদের পর কাজ শুরুর আশ্বাস এমপি মজিদ খানের হবিগঞ্জ-সুজাতপুর সড়ক সংস্কারের দাবীতে পরিবহণ ধর্মঘট পালিত

আশরাফুল ইসলাম ॥ হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক সংস্কারের দাবীতে গতকাল শনিবার সর্বাত্মক পরিবহণ ধর্মঘট পালিত হয়েছে। ফলে দিনভর ওই সড়কে কোন ধরণের যানবাহন চলাচল করেনি। ওই সড়কে চলাচলকারী বাস, মেক্সি, জীপ, সিএনজি অটোরিক্সা, ইমা ও টমটম মালিক-শ্রমিক সংগঠন সমূহের ডাকা এই ধর্মঘটে পূর্ব থেকেই সমর্থন দিয়ে কর্মসূচী সফল করতে দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনতার প্রতি আহবান জানিয়েছিল সিপিবি-বাসদ। এরই অংশ হিসেবে গতকাল সিপিবি-বাসদ জোটের নেতা ও উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী আন্দোলনকারী মালিক-শ্রমিকদের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সংহতি প্রকাশ করেন। কর্মসূচি চলাকালে বেলা দু/আড়াইটার দিকে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান আন্দোলনকারীদের সাথে সাক্ষাত করে ঈদের পর সড়ক সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়ে কর্মসূচী তুলে নেয়ার অনুরোধ জানান। পরে বিকাল ৩টার দিকে ঈদের পর এমপি’র আশ্বাস বাস্তবায়ন না হলে পুনরায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করে কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়। উল্লেখ্য, হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক, হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারসহ ১১ দফা দাবীতে গত ৫ সেপ্টেম্বর বানিয়াচং শহীদ মিনারে সিপিবি-বাসদের ডাকে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ওই জনসভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এসব দাবী পুরণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন।


     এই বিভাগের আরো খবর