,

হবিগঞ্জে প্রাণ জুস পান করিয়ে ৩ স্কুল ছাত্রের বাইসাইকেল নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় প্রাণের আমের জুস পান করিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা ৩ স্কুল ছাত্রের বাই সাইকেল নিয়ে গেছে। গুরুতর অসুস্থ তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুর পরিবার সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র টাউন মডেল বালক স্কুলের ছাত্র লিমন (৮) ও আপ্তাব উদ্দিনের পুত্র একই স্কুলের ছাত্র দোহান (১২), ইউসুব আলীর পুত্র লতিফ (১২) তারা বাইসাইকেল নিয়ে বিকালে বাইপাস সড়কে ঘুরতে গিয়েছিল। নতুন স্টেডিয়ামের নিকট একদল অজ্ঞান পার্টির সদস্য তাদেরকে প্রাণ কোম্পানীর ফ্রুটিকা জুস খাওয়ায়। এতে তারা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। এসময় তাদের দুইটি বাই সাইকেল নিয়ে যায়। শুধু তাই নয় স্থানীয়রা জানায় ওই অজ্ঞান পার্টিরা শিশুদেরও নিয়ে যাবার চেষ্টা করছিল। পরে তারা দেখে ফেলায় অজ্ঞান পার্টির সদস্যরা সটকে পড়ে। লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে তাদের অবস্থা আশংকাজন বলে ডাক্তার জানিয়েছে। এদিকে ওই শিশুরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে জরুরী বিভাগের ডাক্তার জানান, জুসের সাথে মিশিয়ে মেডিসিন তাদেরকে খাওয়াইছে। জ্ঞান ফিরতে সময় লাগবে।


     এই বিভাগের আরো খবর