,

বানিয়াচংয়ের ৪টি স্কুলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের ৪টি স্কুলের ছাত্র সমাবেশে সাবেক আইজিপি, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ও নির্বাচন কমিশনার মোঃ মোদাব্বির হোসেন চৌধুরী বলেছেন সবাইকে স্বপ্ন দেখতে হবে ও স্বপ্ন দেখাতে হবে। জীবনের লক্ষ্য মাত্রায় পৌছাতে হলে কঠোর অধ্যবসায় করলে সুফল আসবেই। দেশকে আলোকিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নিতে হবে, তবেই পৃথিবী হাতের মুঠোয় চলে আসবে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে পর্যায়ক্রমে যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঃ ইলিয়াছ একাডেমী (উচ্চ বিদ্যালয়), রায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র-ছাত্রী সমাবেশে উপরোক্ত কথা বলেছেন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী। তখন প্রতিটি সমাবেশে বক্তৃতা করেন সঙ্গীয় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৪নং বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ সাবেক সচিবকে স্বাগত জানিয়ে স্কুলে শিক্ষক সল্পতার কারণে পাঠদান ব্যহত হচ্ছে বলে তার বক্তৃতায় উল্লেখ করেন। ডাঃ ইলিয়াছ একাডেমীতে পৌছলে সুসজ্জিত স্কাউট দল তাঁকে স্কাউট সালাম এর মাধ্যমে স্বাগত জানায়। স্কুল মাঠে অনুষ্ঠিত ছাত্র-ছাত্রী সমাবেশে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোছাব্বির এর উপস্থাপনার পর সাবেক আইজিপি বিদ্যালয়ে সু-শিক্ষার পরিবেশ এর ভূয়সী প্রশংসা করেছেন। রায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান সাবেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে সমাবেশে তাঁর কর্মক্ষেত্রে সফলতার দিক তুলে ধরেন। বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন সাবেক সচিব ও আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীকে ছাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পর দেশে-বিদেশে নারীদের আশা ব্যঞ্জক ক্ষমতায়নে অগ্রগতি ও সফল নারীদের নাম উদৃতি করে বক্তৃতা করেন।


     এই বিভাগের আরো খবর