,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক ব্যক্তির মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় ওমর আলী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসক জানিয়েছেন চিকিৎসায় তাদের কোন গাফিলতি ছিল না। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জন্ডিসে ভোগছিলেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ওমর আলীর স্বজনরা বলছেন ৭ দিন ধরে বিনা চিকিৎসায় হাসপাতালে পড়ে থাকেন ওমর আলী। ফলে গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় তিনি মারা যান। ওমর আলী সদর উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা। তার স্বজনরা আরো জানান, গত সোমবার ওমর আলী অসুস্থ হলে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। ৭ দিন ধরে হাসপাতালের মেঝেতে পড়ে থাকলেও সঠিক সময়ে তিনি চিকিৎসা পাননি। এ কারণে তার মৃত্যু হয়েছে। ডাক্তার বলছেন, জন্ডিস থেকে তার লিভার ক্যান্সার হয়েছিল। ফলে যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।


     এই বিভাগের আরো খবর