,

বাহুবলে স্কুল ছাত্রকে মারধর থানায় মামলা দায়ের

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্কুল ছাত্রকে মারধর করে দোকানের নগদ টাকা ও মালামাল জোরর্পৃব নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মারধরের ঘটনায় গতকাল বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিবরনে জানা যায় গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাহুবল উপজেলার অলিপুর গ্রামের সাহিদ মিয়া দীর্ঘদিন যাবৎ বাড়ীর পাশে একটি মূদির দোকান চালিয়ে আসছিন। গতকাল শুক্রবার স্কুল ছুটি থাকায় তার পুত্র স্থানীয় অলিপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ তুহিন মিয়া(১০) কে দোকানে বসিয়ে তিনি দুপুরের খাবার খাইতে বাড়িতে যান। এসময় প্রতিবেশি শাহপুর গ্রামের মৃত ইছাক মিয়ার নেশাগ্রস্ত ছেলে সেলিম মিয়া দোকানে এসে বিভিন্ন মালামাল চাইতে থাকে এ সময় তুহিন অপারগতা প্রকাশ করলে সেলিক জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এ অবস্থায় তুহিন বাঁধা দেওয়ার চেষ্টা করলে সেলিম তুহিনকে মারধর করে দোকানের ক্যাশ থেকে নগদ ২৫ হাজার টাকা ও কয়েক প্যাকেট সিগারেট নিয়ে পালিয়ে যা। পরে তুহিন মিয়ার শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তুহিনকে সেখান থেকে উদ্বান করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তুহিনের অবস্থা গুরুত্বর হলে তাকে বাহুবল হাসপাতালে ভর্তি করেন। এদিকে একটি সূত্র জানায় দীর্ঘদিন যাবৎ সেলিম মিয়া নেশা খেয়ে মাতলামি করে এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে। তার এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদ করার মত কোন লোক নেই যার ফলে দিন-দিন সেলিমের মাতলামি বেড়েই চলছে। এ ঘটনায় আহত তুহিনের ভাই শাহ আলম বাদী হয়ে সেলিমকে প্রধান আসামী করে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শাহ আলম আরো জানায় ইতির্পূবে সেলিম অনেক ঘটনাই ঘটিয়েছে যার কোন বিচার আজ পর্যন্ত আমরা পাইনি।


     এই বিভাগের আরো খবর