,

কাজের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে সচিব সিরাজুল ইসলাম

স্টাফ রির্পোটার ॥ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের কাজ নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মন্তব্য আছে, আমাদেরকে সকল মন্তব্যের উর্ধে উঠে সম্মিলিত কাজের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। আমাদের সফলতা গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। বাড়ী পরিদর্শনের সময় সবাইকে পরামর্শ দেওয়ার পাশাপাশি নব দম্পতিদেরকে গুরুত্ব দিয়ে সন্তান ধারণের উপযুক্ত সময় সর্ম্পকে বলতে হবে। তিনি আরো বলেন, সিলেট এবং চিটাগাং বিভাগে নিরাপদ প্রসবের হার যদি বৃদ্ধি না পায় তাহলে জাতীয় অগ্রগতি বাধার সম্মুখিন হবে। তাই নিরাপদ প্রসবের জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এমসিএইচ সার্ভিসেস ডাঃ মোহাম্মদ শরীফ, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় পরিচালক মোঃ কুতুব উদ্দিন, প্রোগ্রাম ডিরেক্টর মামনি এইচএসএস প্রকল্পের আফসানা করিম প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এবং ইউএসএআইডির অর্থায়নে সেইভ দা চিলড্রেন মামনি এইচএসএস প্রকল্পের সহায়তায় হবিগঞ্জ জেলায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী অন্য যেকোন জেলার তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা এই ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে পারব। মতবিনিময় সভায় মুল প্রতিবেদন উপস্থাপন করেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা।


     এই বিভাগের আরো খবর