,

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত স্বামী-স্ত্রীকে ১ মাসের কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা প্রদান

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে রাস্তায় গাছ লাগানো ও বাঁধ নির্মাণ এবং রাস্তা কাঁটার অভিযোগে ভ্রাম্যমান আদালত স্বামী-স্ত্রী দুই জনকে ১ মাসের কারাদন্ড ও (২য় পৃষ্টায় দেখুন) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা তার কার্যালয়ে এ দন্ড প্রদান করেন। উল্লেখ্য, উপজেলার আমুরোড বাজার হইতে ডুলনা রাস্তার গেড়ারুক গ্রামের উত্তর পাশে সংযোগ সড়কে গাদিশাল গ্রামের মৃত কাছুম উল্লার পুত্র কাজল মিয়া (৪২) ও তার স্ত্রী মিনারা খাতুন (৩৫) ওই সড়কটিতে বাঁধ নির্মাণ এবং রাস্তা কেঁটে ও রাস্তার পাশে গাছ রোপন করে। গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করলে ইউএনও সিরাজাম মুনিরা বৃহস্পতিবার বিকালে একদল পুলিশ নিয়ে কাজল মিয়া ও তার স্ত্রী মিনারা খাতুনকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন এবং স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে কাজল মিয়াকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং তার স্ত্রী মিনারা খাতুনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশ হেফাজতে প্রেরণ করেন। এ নিয়ে ইউএনও সিরাজাম মুনিরা বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের কারাদন্ড প্রদান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর